যুক্তরাষ্ট্রে পুলিশ ৬০টি গুলি করে একজন কৃষ্ণাঙ্গকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবার উত্তাল হয়ে উঠেছে উত্তর আমেরিকার দেশটি। গত ২৭ জুন ওহাইও অঙ্গরাজ্যের অ্যাক্রন এলাকায় জেল্যান্ড ওয়াকার নামের ওই কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল রবিবার এ ঘটনার ভিডিও প্রকাশ করে পুলিশ।
ভিডিওটি প্রকাশের পর থেকে বিক্ষোভ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। অ্যাক্রনের মেয়র ডেনিয়েল হরিগ্যান সেখানকার বাসিন্দাদের বিক্ষোভ না করার আহ্বান জানিয়ে বলেন, যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেটি হৃদয়বিদারক। এ ঘটনা মেনে নেওয়ার মতো নয়।