তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশকে মৃত্যুপুরী করে তুলেছিল বিএনপি-জামায়াত জোট সরকার। সে সময় বাড়িতে বাড়িতে লুটপাট ও হামলা চালানো হয়েছিল। দীর্ঘ ৩৭ বছর উন্নয়ন বঞ্চিত ছিল চলনবিলবাসী। কিন্তু মাত্র ১৩ বছরে বাংলাদেশকে একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন বঞ্চিত চলনবিলকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন তিনি।
সোমবার দুপুরে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা, পৌর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পলক এসব কথা বলেন।
পলক আরও বলেন, পদ-পদবি দিয়ে কখনো নেতা হওয়া যায় না। নেতা হতে দরকার মেধা, শ্রম ও সততা। আমি প্রতিমন্ত্রী পলক হিসেবে নয়, আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আজীবন মানুষের পাশে থাকতে চাই।