You have reached your daily news limit

Please log in to continue


ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বাড়ান হলুদের টোনারে

ঈদের আগে সবাই কমবেশি ত্বকের যত্ন নেন। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়দিন। এই মুহূর্তে অনেকেই বিভিন্ন ফেসিয়াল কিংবা ম্যাসাজ করার জন্য পার্লারে ভিড় করেন। তবে চাইলে ঘরে বসেও ত্বক চকচকে করতে পারেন রান্নাঘরের একটি মাত্র উপাদানের সাহায্যে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ানোসহ যে কোনো সমস্যার সমাধানে ব্যবহার করতে পারে হলুদ। প্রাচীনকাল থেকেই রূপচর্চাসহ স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা কিংবা চর্মরোগের সমাধান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হলুদ। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ত্বকের নানা সমস্যার সমাধান করে।

রূপ বিশেষজ্ঞরা বলছেন, ঝটপট ত্বকে জেল্লা ফেরাতে হলুদের কোনো বিকল্প নেই। তবে শুধু হলুদ বাটা নয় বরং বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন হলুদ টোনার। আর এই হলুদ টোনারই ম্যাজিকের মতো কাজ করবে।

কীভাবে তৈরি করবেন হলুদের টোনার?

হলুদ টোনার তৈরি করতে লাগবে কাঁচা হলুদ বাটা, অ্যালোভেরা জেল, গোলাপ জল, লেবুর রস ও অল্প পরিমাণ পানি। প্রথমে এক গ্লাস পানি গরম করে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন