ম্যাচ হেরে মাহমুদউল্লাহর দুই আফসোস

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ০৮:৩৮

খেলা শেষে মাঠে দাঁড়িয়ে গ্যালারির দর্শকদের জয়োৎসবের ভিডিও করছিলাম। এমন সময় কাঁধে একটা হাত। ঘুরে তাকাতেই ডমিনিকার এক সাংবাদিক হেসে উঠে বললেন, ‘এ জন্যই তোমাকে বারবার ডমিনিকা আসতে হবে। এখানে ক্রিকেট মানেই অন্যরকম একটা ব্যাপার। সব জায়গায় এটা পাবে না।’


আসলেই তাই। সিরিজে এখনো এক ম্যাচ বাকি। বাংলাদেশ নিশ্চয়ই চাইবে ৭ জুলাই গায়ানার শেষ ম্যাচ জিতে টি–টোয়েন্টি সিরিজটা অন্তত ড্র করতে। কিন্তু ডমিনিকার আবহ ভিন্ন। পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে বলেই শুধু নয়, এই দ্বীপের মানুষের কাছে বড় দিন আর থার্টি ফাস্ট নাইটের মতো ক্রিকেটও একটা মহাউৎসব। খেলা হলেই হলো, মাঠে মানুষের ঢল নামবে।


আর সেই খেলায় ওয়েস্ট ইন্ডিজ জিতে গেলে কী হতে পারে ভাবুন। ম্যাচ শেষ হওয়ার এক দেড় ঘন্টা পরও লাউড স্পিকারে মিউজিক থামছিল না। দর্শকরা মাঠ ছাড়ছিলেন ঢোল–বাদ্যি বাজিয়ে, নেচে গেয়ে। ডমিনিকায় ক্রিকেট মানেই যে উৎসব। উইন্ডসর পার্কের দ্বিতীয় টি–টোয়েন্টিতে কাল ওয়েস্ট ইন্ডিজের ৩৫ রানের জয় সেই উৎসবে বাড়তি রং চড়িয়েছে স্বাভাবিকভাবেই।


বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর সূত্র অবশ্য বলছে, বোলিংটা যদি আরেকটু ভালো হতো, সাকিবের মতো যদি অন্তত আর একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যেতে পারতেন, ফলাফল উল্টো হলেও হতে পারত। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে টি–টোয়েন্টি অধিনায়কের কথায় প্রকাশ পেয়েছে এই দুই আফসোসই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

‘কোনো কথা হবে না—মাইর, মাইর’ : হৃদয়কে মাহমুদউল্লাহ

প্রথম আলো | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৮ মাস, ৩ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us