জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘সংঘবদ্ধ অপরাধী-দুর্নীতিবাজ চক্র ধ্বংস এবং বৈষম্য নিরসনে সমাজতন্ত্র ও সুশাসনের সংগ্রামই জাতীয় কর্তব্য। সমাজতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা না হলে সমাজে বৈষম্য-দুর্নীতি বাড়বেই। সমাজে সকল ধরনের বৈষম্যের অবসানে অর্থনীতিকে সংবিধান নির্দেশিত সমাজতন্ত্রের লক্ষ্যে ঢেলে সাজাতে হবে।’
শনিবার (২ জুলাই) রাজধানীর তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর পশ্চিম কমিটির নব-নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন।
ইনু বলেন, ‘সর্বজনীন সামাজিক নিরাপত্তা, জনস্বাস্থ্য সেবা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও ইন্টারনেট ব্যবহারের সুযোগকে মৌলিক অধিকার হিসাবে বাস্তবায়ন করতে হবে। সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা প্রাথমিক ক্লিনিক গড়ে তোলা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও পাড়া-মহল্লায় বখাটেদের উৎপাত বন্ধ করা, শ্রমিক গরীব চাষী নারী আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রধিকার দিতে হবে।’