You have reached your daily news limit

Please log in to continue


খুলনায় শিক্ষক হত্যা, দুজনের যাবজ্জীবন

খুলনার মাত্তমডাঙ্গা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনজির আহমেদ ওরফে মুনজির মাস্টার হত্যা মামলায় আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে আদালত ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।

সাজাপ্রাপ্তরা হলেন- খুলনার খানজাহান আলী থানাধীন গিলাতলা ১ নম্বর কলোনীর মো. সরোয়ার হোসেন ওরফে সানোয়ারের ছেলে আনুয়ার হোসেন ও একই এলাকার মো. গোলাম জিলানী মল্লিকের ছেলে মো. আশ্রাফ আলী। দণ্ডপ্রাপ্তরা চরমপন্থী সংগঠনের সদস্য বলে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে। হত্যা ঘটনার বিস্ফোরক অংশের রায়ে অভিযুক্ত দুজনকে আরো ৭ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।   মামলা এজাহার ও আদালতের দেওয়া তথ্যে জানা যায়, প্রায় ১৭ বছর আগে ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর রাতে খুন হন শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খানজাহান আলী থানার তৎকালীন বিএনপি সভাপতি মুনজির আহমেদ। তিনি স্থানীয় এজিএম যুব সংঘের সদস্যও ছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন