পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৯ জুলাই পবিত্র ঈদ-উল-আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে।
চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ জুলাই পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ৮ জুলাই।
প্রতি বছর আরবি জিলহজ মাসের ১০ তারিখে কোরবানির ঈদ উদযাপন করা হয়। তার আগে সৌদি আরবের মক্কায় মুসলমানদের সবচেয়ে বড় সম্মিলন হজ অনুষ্ঠিত হয়।