শিক্ষককে পিটিয়ে হত্যা : ৪ দিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত শিক্ষার্থী

এনটিভি প্রকাশিত: ২৯ জুন ২০২২, ১০:৩০

সাভারের আশুলিয়ায় কলেজ-শিক্ষক উৎপল কুমার সরকারকে প্রকাশ্যে ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে হত্যার ঘটনার চার দিন পার হয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে; তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


যে শিক্ষাপ্রতিষ্ঠানে জ্ঞানের আলো ছড়াচ্ছিলেন উৎপল কুমার সরকার, সেখানেই তাঁর হত্যাকাণ্ডে আতঙ্কিত শিক্ষার্থীরাও।


দশ ১০ বছর ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করে আসছিলেন উৎপল কুমার সরকার।


গত শনিবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের ক্রিকেট খেলা চলাকালে প্রকাশ্যে দশম শ্রেণির এক শিক্ষার্থী ক্রিকেট স্টাম্প দিয়ে প্রথমে উৎপল সরকারকে উপর্যুপরি আঘাত করেন, পরে স্টাম্পের সুচালো অংশ দিয়ে তলপেটে খুঁচিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।


এ সময় এক শিক্ষক ওই শিক্ষার্থীকে ধরেও ছেড়ে দেন। এ ঘটনায় বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন নিহত শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার।


এদিকে, এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ক্রিকেট স্টাম্প ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক জব্দ করেছে।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেছেন, অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে রয়েছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us