সিরিয়া যুদ্ধের প্রথম ১০ বছরে ৩ লাখের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। একই সময়ে সিরিয়ার একটি শিবিরে ১০০ জনেরও বেশি বন্দী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের সিরিয়া যুদ্ধ বিষয়ক নতুন প্রতিবেদনে এ তথ্য এসেছে। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা বলেছে, বেসামরিক হতাহতের তথ্যের কঠোর মূল্যায়ন ও পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় যুদ্ধের কারণে ২০১১ সালের ১ মার্চ থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত ৩ লাখ ৬ হাজার ৮৮৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেলে ব্যাশেলেট বলেন, এই প্রতিবেদনে সংঘাত-সম্পর্কিত হতাহতের পরিসংখ্যানগুলো কেবল বিমূর্ত সংখ্যার একটি সেট নয়। এতে কেবল সিরিয়া যুদ্ধের ব্যাপ্তি ও ভয়াবহতা স্পষ্টতই উপলব্ধি করা যায়।