বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) গ্রাহকেদেরও ঋণ পরিশোধে ছাড় দিল বাংলাদেশ ব্যাংক।
চলতি বছরের যে কোনো প্রান্তিক শেষে কিস্তির নির্ধারিত টাকার ৫০ শতাংশ জমা দিলে সে গ্রাহককে আর খেলাপি হিসেবে শ্রেণিবদ্ধ করা যাবে না আগামী ডিসেম্বর পর্যন্ত।
এই সুবিধা শুধু বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা পাবেন জানিয়ে মঙ্গলবার একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সকল এনবিএফআই এর প্রধান নির্বাহীদের বিষয়টি জানানো হয়েছে।
মহামারীর কারণে ২০২১ সালেও ব্যবসায়ীদের বিশেষ ছাড় দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই বছর ঋণের নির্ধারিত কিস্তির ২৫ শতাংশ পরিশোধ করলে আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আর খেলাপি হিসেবে ধরা হয়নি।
মহামারীর দীর্ঘমেয়াদী প্রভাব, বন্যা এবং ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের কারণে গত ২২ জুন বড় গ্রাহকদের বেলায় একই ধরনের ছাড়ের ঘোষণা দেওয়া হয়।