জমিয়ে রাখা বিটকয়েন বেচে দিচ্ছেন মাইনাররা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুন ২০২২, ১৬:৩৫

আগলে রাখা বিটকয়েন বেচে দিতে বাধ্য হচ্ছেন মাইনাররা। ক্রিপ্টো বাজারে চলতি ধস, ক্রমবর্ধমান বিদ্যুৎ খরচ আর প্রতিযোগিতা বাড়ায় মুনাফার চিন্তা ছেড়ে জমিয়ে রাখা ক্রিপ্টো মুদ্রা বেচে নগদ অর্থ তুলে নিচ্ছেন তারা।


অর্থনীতি ও বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ম্যাকরোহাইভের গবেষকদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ৭ জুনের পর থেকে ক্রিপ্টো এক্সেচেঞ্জে মাইনারদের বিটকয়েন পাঠানোর হার লক্ষ্যণীয় হারে বেড়েছে। ‘এক্সচেঞ্জগুলোতে মাইনাররা যে তাদের ক্রিপ্টো মুদ্রা তরলীকরণ করছেন’ তার স্পষ্ট ইঙ্গিত এটি– মন্তব্য গবেষকদের।


বিটকয়েনের বাজার মূল্য ৪৫ শতাংশ হ্রাস পাওয়ার সঙ্গে তাল মিলিয়েই যেন ক্রিপ্টো খাতে বহুল পরিচিত মাইনারদের অনেকেই মে মাসে তাদের অর্জিত বিটকয়েনের পুরোটাই বিক্রি করে দিয়েছেন বলে জানিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যারকেন রিসার্চ।


এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির বিশ্লেষক জারান মেলেরাড বলেন, “মাইনিংয়ের মুনাফা কমতে থাকায় বিক্রির হার তাদের মে মাসের আউটপুটের একশ শতাংশেরও বেশি বাড়াতে বাধ্য হয়েছেন মাইনাররা। জুন মাসে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অর্থাৎ, তারা সম্ভবত আরও বেশি বিক্রি করছেন।”


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us