হুট করেই ২০১১ সালে বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে চলে এসেছিল অ্যাবোটাবাদ। ওসামা বিন লাদেনের আস্তানা যে ছিল সেখানেই। আমেরিকার দাবি অনুযায়ী তার মৃত্যুও হয়েছিল সেখানেই। সেই অ্যাবোটাবাদ আবারো আলোচনায়। তবে এবার কারণটা ভিন্ন। সাবেক পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি ও সালমান বাটের এক ঘটনাকে কেন্দ্র করে এবার সংবাদের শিরোনামে এসেছে অ্যাবোটাবাদের নাম। সেখানে বাসে ওঠার মতো ছোট বিষয় নিয়ে যে এই দুজনের মাঝে রীতিমতো হাতাহাতিই হয়ে গিয়েছিল! এর আগে সাবেক পাকিস্তানি বোলার শোয়েব আখতার জানিয়েছিলেন বিষয়টি।
তার আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ ২০০৭ সালের এক ঘটনার কথা লিখেছেন। তিনি সেই ঘটনায় অবশ্য সমর্থন দিয়েছেন আফ্রিদিকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারেও সেই প্রসঙ্গে কথা বলেছেন শোয়েব। তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। ২০০৭ সালে পাক ক্রিকেট দলের ক্যাম্প করা হয়েছিল অ্যাবোটাবাদে। সেখানেই ঘটে ঘটনাটি। এক দিন অনুশীলন থেকে হোটেলে ফেরার সময় বাসেই আফ্রিদির সঙ্গে হাতাহাতি শুরু হয় সালমান বাটের। ঘটনায় আফ্রিদির উপর রেগে দলের ম্যানেজার তালাত আলি আফ্রিদিকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছিলেন।