দেশে দেশে আরব বসন্তের মতো রাজনৈতিক সংকট আসন্ন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জুন ২০২২, ১৬:২২

মানুষ শুধু খাবারের জন্য বাঁচে না। তবে এর অভাবে মানুষ ক্ষুব্ধ হয়। দেখা দেয় বিশৃঙ্খলা। নানামুখী সংকটের ফলে দেখা দিয়েছিল আরব বসন্ত। বর্তমানেও দেশে দেশে একই ধরনের সংকট চলছে। যার মধ্যে খাদ্য সংকট অন্যতম। আরব বসন্তের আন্দোলনে চারজন প্রেসিডেন্টকে সরে যেতে হয়েছিল। সে সময় সিরিয়া ও লিবিয়ায় দেখ দেয় ভয়াবহ গৃহযুদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে এই সময়ে এসে ইউক্রেনে হামলা করে বসলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


এতে বিশ্বজুড়ে চরম খাদ্য ঘাটতির পাশাপাশি জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফলে চলতি বছর বিভিন্ন দেশে অস্থিরতা-বিশৃঙ্খলা অপরিহার্য। মূল্যস্ফীতির সবচেয়ে যন্ত্রণাদায়ক দিক হলো জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়া। যদি আসবাবপত্র ও মোবাইল ফোনের দাম বেড়ে যায় তাহলে মানুষ কেনা-কাটা বাদ দিতে পারে অথবা বিলম্বে কিনতে পারে। কিন্তু মানুষ খাওয়া বন্ধ করতে পারে না। একইভাবে পরিবহণ খরচও মানুষকে ভোগায়। যখন খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যায়, জীবনযাত্রার মান তখন হঠাৎ করে পড়ে যায়। সবচেয়ে বেশি বিপাকে পড়ে গরিব দেশগুলোর শহরে বসবাস করা মানুষ।


খাবার ও পরিবহনখাতে তাদের আয়ের বড় একটা অংশ ব্যয় করতে হয়। তবে এই মানুষরা শস্য উৎপাদন করতে না পারলেও বিক্ষোভ-আন্দোলন করতে পারে। এমন পরিস্থিতিতে অনেক দেশের সরকার মানুষের ভোগান্তি কমানোর চেষ্টা করছে। তবে করোনা মহামারির পরে দেশগুলো নগদ অর্থ সংকট ও ঋণে জর্জরিত হয়েছে। দরিদ্র দেশগুলোতে গড়ে জিডিপির অনুপাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭০ শতাংশ, যা বেড়েই চলছে। এদিকে দরিদ্র দেশগুলোকে উচ্চ হারে সুদ পরিশোধ করতে হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ৪১টি দেশ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে। শ্রীলঙ্কা এরই মধ্যে অর্থনৈতিকভাবে একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us