সিলেটে পানি নিশ্চল কমছে না দুর্ভোগ

সমকাল প্রকাশিত: ২৬ জুন ২০২২, ০৯:২৪

দীর্ঘ ১১ দিন পরও সিলেট নগরীর অনেক স্থানে বন্যার পানি নিশ্চল হয়ে আছে। নগরী-সংলগ্ন পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে নেমেছে। নগরীর বিভিন্ন এলাকায় পানি কমলেও অনেক এলাকায় পরিস্থিতির উন্নতি হয়নি। কানাইঘাট পয়েন্টে সুরমার পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি কার্যত অপরিবর্তিত থাকায় সিলেটে প্রলম্বিত বন্যায় মানুষের দুর্ভোগ কমছে না।


দক্ষিণ সুরমার রাখালগঞ্জের বাসিন্দা হোসেন আলী বলেন, 'পানি কয়েক দিন ধরে থমকে আছে। বাড়ছেও না, নামছেও না। ৭-৮ দিন ধরে ঘরে পানি। এভাবে কত দিন থাকা যায়?'


ওসমানীনগরের ওমরপুর ইউনিয়নের হাসতনপুর গ্রামের আনফর মিয়া বলেন, এখনও ঘরে হাঁটুপানি। অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে তাঁর পরিবার। এখন যেভাবে পানি কমছে, তাতে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ লাগবে। নতুন করে বৃষ্টিপাতও শুরু হয়েছে। তাই পানি বাড়ারও ভয় আছে।


তবে সিলেটে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, সিলেটে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। পানি ধীরগতিতে নামছে। আর বৃষ্টি না হলে আগামী দু-এক দিনের মধ্যে পানি আরও কমে যাবে।


সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপশহর, তালতলা সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লার সড়কগুলোতে পানি রয়ে গেছে। তবে কয়েক দিন ধরে ওই সড়কগুলোতে নৌকা চলাচল করলেও এখন সাধারণ যানবাহন চলাচল করছে। নগরীর যতরপুর, মিরাবাজার, উপশহরের একাংশ, সোবহানীঘাট, মির্জাজাঙ্গাল, তালতলা, জামতলা, শেখঘাট, ঘাসিটুলা, কুয়ারপার, লালাদিঘীরপার, ছড়ারপার, মাছিমপুর এলাকার পাড়া-মহল্লার পানি ময়লা-আবর্জনায় কালো রং ধারণ করেছে। এসব এলাকায় বিভিন্ন স্থানে জমে থাকা পানি থেকে উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

বন্যায় ক্ষতি ৮৭ হাজার কোটি টাকার

বিডি নিউজ ২৪ | দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
২ বছর, ৪ মাস আগে

‘আমরার কি আর ঈদ আছে’

আজকের পত্রিকা | সুনামগঞ্জ
২ বছর, ৪ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us