You have reached your daily news limit

Please log in to continue


১৫ বছর কনডেম সেলে থাকা দুই ফাঁসির আসামি খালাস

১৫ বছর ধরে কনডেম সেলে থাকা দুই ফাঁসির আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আরেক ফাঁসির আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে আপিল বিভাগ তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন।

খালাস পাওয়া দুইজন হলেন- ইসমাঈল হোসেন বাবু ও সোনাদি। আর ফাঁসির দণ্ড থেকে যাবজ্জীবন পাওয়া আসামির নাম তরিকুল ইসলাম।  

বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন