আনফিট সাইফউদ্দিনের উইন্ডিজ যাত্রা অনিশ্চিত

সমকাল প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১১:৩০

জাতীয় দল থেকে বিসিবি মেডিকেল বিভাগ এবং নির্বাচক প্যানেলকে মেইল দেওয়া হয়েছিল তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ‘বোলিং ওয়ার্ক লোড’ পরখ করে দেখতে। বোলিং ফিটনেসে পাস করলেই কেবল ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে দু'জনকে। তাসকিন তাতে ভালোভাবে পাস করে গেলেও সাইফউদ্দিনের পারফরম্যান্স সন্তোষজনক নয়।


বিসিবির মেডিকেল বিভাগ পেস বোলিং এ অলরাউন্ডারকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। একজন ফিজিও জানান, সঠিক রিপোর্ট দেওয়া হলে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হবে না সাইফউদ্দিনের। আবার রিপোর্টে পর্যবেক্ষণ না দিয়েও পারবেন না তাঁরা।


ফিজিও, চিকিৎসক ও নির্বাচকদের পর্যবেক্ষণ অনুযায়ী, উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলার মতো বোলিং ফিটনেস নেই ২৫ বছর বয়সী এ অলরাউন্ডারের। সেদিক থেকে দেখলে সাইফউদ্দিনের ওয়েস্ট ইন্ডিজ যাওয়া অনিশ্চিত।


ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণার আগে একবার ফিটনেস পরীক্ষা নেওয়া হয় সাইফউদ্দিনের। সেটা শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরুও একদিন আগে। ফিজিও, ট্রেনার এবং বোলিং কোচরা ছাড়পত্র দেওয়ায় ওয়ানডে এবং টি২০ দলে নেওয়া হয় তাঁকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us