২০১৮ সালে রেকর্ড পারিশ্রমিকে বার্সা থেকে নেইমারকে উড়িয়ে এনেছিল ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। পরে তার কথা মতো যুক্ত করা হয় বার্সায় থাকাকালীন প্রিয় সতীর্থ মেসিকে। এতকিছুর পরও পিএসজিকে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। নতুন পরিকল্পনায় নেইমারকে আর রাখতে চায় না- এমন গুঞ্জন ওঠেছে। তার ভবিষ্যতও নির্ভর করছে দলের কাণ্ডারি এমবাপের ওপর।
চলতি মৌসুম শেষেই এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া যখন প্রায় চূড়ান্ত, সেরকম সময় সব রকম সুবিধা দিয়ে ফরাসি তারকার মন ভুলিয়েছে পিএসজি। নতুন মেয়াদে পিএসজির কর্তৃত্বে এমবাপে। ফের ২৩ বর্ষীকে পিএসজিতে রাখার অর্থ হল নেইমারকে আর রাখতে চাই না পিএসজি। এমবাপে রেড সিগনাল দিলে পিএসজি অধ্যায় শেষ হবে নেইমারের।