মেঘনার ঢেউয়ে উপহারের ঘরের নিরাপত্তা দেওয়ালে ফাটল

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২২ জুন ২০২২, ১৬:৩২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বড় রায়পাড়া এলাকায় মেঘনা নদীর তীরে নির্মাণ করা হয়েছিল প্রধানমন্ত্রীর উপহারের ২০টি ঘর। তবে গত কয়েকদিনে মেঘনার ঢেউয়ে ঘরগুলোর সামনের অংশের নিরাপত্তা দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় ঘরগুলো ভাঙন ঝুঁকিতে রয়েছে।


বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং করণীয় ঠিক করতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দফতরের প্রকৌশলী ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রকৌশলীদের সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে নিরাপত্তা দেওয়ালের ভাঙন প্রতিরোধে শিগগিরই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। 


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর কাদির মিয়া, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, মুন্সীগঞ্জের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খাইরুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সিনিয়র সহকারী প্রকৌশলী পরিতোষ চন্দ্র দাস, মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

বন্যায় ক্ষতি ৮৭ হাজার কোটি টাকার

বিডি নিউজ ২৪ | দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
২ বছর, ৫ মাস আগে

‘আমরার কি আর ঈদ আছে’

আজকের পত্রিকা | সুনামগঞ্জ
২ বছর, ৫ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us