একটা সময় ক্রিকেটের তিন সংস্করণেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। কিন্তু বর্তমানে শুধু ওয়ানডেতেই শীর্ষস্থান ধরে রাখতে পেরেছেন তিনি। তবে আশার কথা, তিন ফরম্যাটেই নিয়মিত হচ্ছেন সাকিব, উন্নতি করছেন র্যাংকিংয়েও। সর্বশেষ আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি।
ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে টপকে টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব এখন দ্বিতীয় স্থানে। সাকিবের সামনে শুধু ভারতের আরেক অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। সাকিবের উন্নতিতে অবনমন হয়েছে অশ্বিন ও হোল্ডারের। অশ্বিন এখন তিনে আর হোল্ডারের অবস্থান চারে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ ৭ উইকেটে হারলেও অধিনায়ক সাকিব ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। এ ছাড়া প্রথম ইনিংসে বল হাতেও ছিলেন কার্যকর। র্যাংকিংয়ে সেটিরই পুরস্কার পেলেন সাকিব।