বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাজেট স্মার্টফোন। টাকা খরচ করলেই কেনা যায় নানা ধরনের মুঠোফোন। তবে স্মার্টফোন কিনতে গেলে কয়েকটি বিষয় সম্পর্কে না জানলেই নয়।
স্মার্টফোনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ই হলো তার ব্যাটারি। একটা ফোন একবার চার্জ দিলে একটানা কতক্ষণ চলতে পারে, তা দেখেই স্মার্টফোন কেনা দরকার। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক বর্তমান বাজারে সবথেকে ভালো ব্যাটারিযুক্ত কী কী ফোন আছে-
আইফোন ১৩ প্রো ম্যাক্স-
আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোনে অ্যাপলের সবথেকে ভালো ব্যাটারি না থাকলেও, এর ব্যাটারি লাইফ অনেক বেশি। কারণ ফোনটিতে আছে উন্নতমানের সফটওয়্যার এবং হার্ডওয়্যার। এর ফলে ফোনটি একটানা অনেকক্ষণ চলতে পারে। এ ফোনে সবসময় গেম খেললে এবং ফটো তুললেও এটি সারাদিন চলতে পারে মাত্র ২০ থেকে ৩০ শতাংশ ব্যাটারি খরচ করে। ফোনটিতে ১.৫ ঘণ্টা চার্জ দিলেই ফুল ব্যাটারি চার্জ হয়ে যায়। সুতরাং ভালো ব্যাটারি যুক্ত ফোন কিনতে চাইলে এটা কেনা যেতে পারে।