আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোম্পানির বিনিয়োগের বিপরীতে সুদ আয়ের ওপর উৎসে কর বৃদ্ধি ও সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের বিপরীতে মূলধনি আয়ের ওপর করারোপ করা হয়েছে।
এতে দেশের শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমতে পারে বলে মনে করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটস (বিআইসিএম)। পুঁজিবাজারবিষয়ক এই প্রতিষ্ঠান গতকাল মঙ্গলবার বাজেট-উত্তর সেমিনারে এমন আশঙ্কা প্রকাশ করেছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের গবেষণা ফেলো সুবর্ণ বড়ুয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সজীব হোসেন। তাঁরা বলেন, ‘বাজেটের দিন উপস্থাপিত অর্থবিলে নতুন বিধান সংযোজনের মাধ্যমে করমুক্ত লভ্যাংশ আয়ের সীমার ক্ষেত্রে একটি পরিবর্তন আনা হয়েছে।