যেখানে ঘড়ির কাঁটা উল্টা ঘোরে

প্রথম আলো প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৯:০২

ঘড়ির কাঁটা তখন ১১টার ঘরে। প্রচলিত নিয়মে ১ ঘণ্টা পর ১২টা বাজবে। কিন্তু হঠাৎ দেখলেন, ১২টা না বেজে ঘড়িতে ১০টা বাজতে চলেছে। নিশ্চয়ই অবাক হবেন। অবাক করা এমন ঘটনাই দেখা যাবে ভারতের ক্ষুদ্র জাতিসত্তার মানুষ–অধ্যুষিত একটি এলাকায় গেলে। সেখানে ঘড়ির কাঁটা প্রচলিত নিয়মে ঘোরে না, ঘোরে উল্টো। অর্থাৎ বাঁ থেকে ডানে না গিয়ে ডান থেকে বাঁয়ে ছুটতে থাকে।


ইন্ডিয়া টাইমস গত রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ছত্তিশগড়ের উত্তরাঞ্চলীয় করিয়া জেলার প্রত্যন্ত এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী গণ্ড সম্প্রদায়ের মানুষের বসবাস। সেখানকার নিয়ম, ঘড়ির কাঁটা চলবে উল্টো। অর্থাৎ ১০টার পর ঘড়ির কাঁটা ১১টার দিকে ছুটবে না; বরং ১০টা থেকে পিছিয়ে আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us