মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৭০ কোটির সীমা অতিক্রম করেছে। এরই মধ্যে প্রিমিয়াম সেবা ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে দাঁড়ানো প্লাটফর্মটি। মাসিক ৪ দশমিক ৯৯ থেকে ৬ ডলারের মধ্যে একাধিক প্যাকেজে এ প্রিমিয়াম অপশন চালু হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
বেশ কিছুদিন আগেই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ঘোষণা দিয়েছিল, প্লাটফর্মটি বিনামূল্যে ব্যবহার করার দিন শেষ হচ্ছে। ইনস্ট্যান্ট মেসেজের জন্য বেশ জনপ্রিয় অ্যাপ টেলিগ্রাম। বিশ্বের অন্যতম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে একের পর এক ফিচার এনেছে অ্যাপটি। ব্যবহারকারীদের কাছেও অল্পদিনেই জনপ্রিয় হয়ে উঠেছিল। ২০২১ সালের জানুয়ারিতে ৫০ কোটি সক্রিয় মাসিক ব্যবহারকারীর রেকর্ড গড়ে টেলিগ্রাম।