রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেছেন, ইউক্রেনের ছোড়া গোলায় রাশিয়ার একটি সীমান্ত শহরের একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে এক পোস্টে বলেছেন সুজেমকা এলাকায় ইউক্রেনের ছোড়া গোলায় একজন ইলেকট্রিশিয়ান আহত হয়েছেন। গোলাগুলিতে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বিদ্যুৎ সঞ্চালন সুবিধা ধ্বংস হয়েছে বলেও তিনি দাবি করেছেন।
তিনি আরও বলেন, ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্কে ওই হামলা স্থানীয় সময় সোমবার ভোরে চালানো হয়।
আল জাজিরা অবশ্য এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।