দেশব্যাপী ষষ্ঠ জনশুমারির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ প্রক্রিয়া নিয়ে যেসব অভিযোগ উঠছে, তাতে সঠিক তথ্য পাওয়া নিয়ে শঙ্কা দেখা গেছে। কেউ তথ্য নিচ্ছেন গৃহশ্রমিকের কাছ থেকে, কেউ অ্যাপার্টমেন্টের ম্যানেজারের মাধ্যমে। আবার কেউ ‘সময় কম’ বলে তথ্য বসাচ্ছেন মনগড়া। অনেক ক্ষেত্রে বাসায় কেউ না থাকলে প্রতিবেশীর কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। জরিপ ও গবেষণাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িতরা বলছেন, এতে সঠিক তথ্য না পাওয়ার শঙ্কা দেখা দিচ্ছে।
গবেষকরা বলছেন, জরিপ আর শুমারির মধ্যে পার্থক্য আছে। শুমারিতে প্রতিটি বাসায় গিয়ে তথ্য নিতে হবে এবং একবারে না পাওয়া গেলে একাধিকবার যেতে হবে। তারা এও বলছেন, শুমারিতে উল্লেখকৃত সব প্রশ্নের সঠিক তথ্য না পাওয়া গেলে পরে বিভিন্ন সূচকে নেতিবাচক প্রভাব পড়বে।
১৫-২১ জুন সারা দেশে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে ১৪ জুন দিনগত রাত ১২টাকে ‘শুমারি রেফারেন্স সময়’ হিসেবে ধরে ১৫-২১ জুনকে ‘শুমারি সপ্তাহ’ নির্ধারণ করা হয়েছে।