বিদেশ ভ্রমণের খুঁটিনাটি

প্রথম আলো প্রকাশিত: ১৮ জুন ২০২২, ১৯:৪৮

মালদ্বীপ, তুরস্ক, নেপাল, ইন্ডিয়া—একে একে উঠে যাচ্ছে ভ্রমণপিপাসুদের প্রিয় গন্তব্যগুলোর যাবতীয় নিষেধাজ্ঞা। দীর্ঘ দুই বছর পর আবার এসেছে অবাধে ঘোরাঘুরির সুযোগ। সমুদ্র হোক বা পাহাড়, আরামের সফর অথবা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার—ভ্রমণের সময় এখনই! সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নতির ফলে অনেকেই এখন দেশের তুলনায় বিদেশ ভ্রমণটা বেশি পছন্দ করেন। একটু হিসাব করলেই দেখা যায়, পার্শ্ববর্তী দেশগুলোতে ঘুরতে খরচও খুব একটা বেশি পড়ে না। সাধ্যের মধ্যে বিদেশ ঘুরতে চাইলে দেখে নিতে পারেন এই কার্যকর টিপসগুলো।



পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালে আছে পৃথিবীর সপ্তম আশ্চর্য। ভারতে আছে আগ্রার বিখ্যাত তাজমহল, নেপালে আছে সুবিশাল হিমালয় পর্বতমালা। সুবিধা হলো, ভারত ও নেপালে প্লেন ছাড়াও এখন যাওয়া সম্ভব। সে ক্ষেত্রে বেশ কিছুটা খরচ বেঁচে যায়। তবে প্রক্রিয়াটা অনেকের জন্যই সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। এসি বাস বা ট্রেনের তুলনায় অনেক সময় দেখা যায়, প্লেনই বেশি সুবিধাজনক।


এসব দেশে ট্যুরিজমের জনপ্রিয়তার খাতিরে হোটেলও বেশ সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। তাই এবার বান্দরবান কিংবা খাগড়াছড়ির বদলে দেখে নিতে পারেন শিমলা কিংবা মানালি। সিলেটের গণ্ডিটা পেরোলেই পৌঁছে যাবেন মেঘের দেশ মেঘালয়ে। সেখানে আছে মেঘে ঘেরা শিলং, প্রাণবন্ত গাছের শিকড়ের তৈরি সেতুর জন্য বিখ্যাত চেরাপুঞ্জি, কাচের মতো স্বচ্ছ পানির ডাউকি বা উমনগোট নদী, হাতির পায়ের আকারের ঝরনাধারা ‘এলিফ্যান্ট ফলস’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us