দেশের তিন অঞ্চলে বন্যা আরও সাত থেকে ১০ দিন থাকতে পারে। এরপর চলতি মাসের চতুর্থ সপ্তাহের প্রথম ভাগে এসব অঞ্চলে বৃষ্টিপাত কমে যেতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদি বন্যার পূর্বাভাস সম্পর্কিত বিশেষ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে—জুনের তৃতীয় সপ্তাহ থেকে বাংলাদেশ ও উজানের অববাহিকাগর স্থানগুলোতে সামগ্রিকভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে দেশের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধির উল্লেখযোগ্য প্রবণতা দেখা যেতে পারে। এবং ব্রহ্মপুত্র-যমুনা ও সুরমা-কুশিয়ারা অববাহিকার কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।