ডিজিটাল আইনের মামলায় ‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য

প্রথম আলো প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১৮:২৪

ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুটি মামলায় ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে আরও দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন কাসেম আলী ও আসাদুজ্জামান।


আগামী ১৮ জুলাই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।


আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকার সাইবার ট্রাইব্যুনালে রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে মতিঝিল ও গাজীপুরের গাছা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলার বিচার চলমান। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি মতিঝিল থানায় করা মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর আগে গত ২৬ জানুয়ারি গাছা থানার মামলায় আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দুই মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।


মতিঝিল থানার মামলায় গত বছরের ১৩ নভেম্বর রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us