লালমনিরহাট সদর উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষকের ‘নির্যাতন ও অপমানের শিকার’ হয়ে মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও শিক্ষার্থী আদনান সাহিলের (১২) সন্ধান পাচ্ছে না পরিবার।
আদনান সাহিল (১২) তিস্তা আল-জামিয়া ইসলামিয়া মডেল হেফজুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের আব্দুল হালিমের দ্বিতীয় পুত্র।
আব্দুল হালিম সমকালকে জানান, গত ৮ জুন মোবাইল কেনার খবরে ক্ষুদ্ধ হয়ে ওই মাদ্রাসার শিক্ষক রেজাউল করিম অন্যান্য শিক্ষার্থীদের সামনে সাহিলকে ‘চোর’ আখ্যা দিয়ে ‘ব্যাপক মারধর’ করেন। ওই ঘটনার দুদিন পর সে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।
আব্দুল হালিম বলেন, ‘যে মোবাইলের জন্য আমার ছেলেকে চোর বদনাম দিয়ে মারধর করা হল, সেটি ডেড মোবাইল। শখের বশে ডেড মোবাইল কিনেছিল আদনান।’
ছেলের শোকে মা বিলকিস বেগম নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন। আদনানের নিখোঁজ সংবাদে গোটা গ্রামও স্তব্ধ।