বিশ্বজুড়ে সাড়া জাগানো দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএসের সদস্যরা ঘোষণা দিয়েছেন, একক ক্যারিয়ারে মনোযোগ দিতে সাময়িক বিরতিতে যাচ্ছেন তারা। খবর রয়টার্সের।
এ সময়ে গ্রুপের কোনো কাজ করবেন না তারা, নিজের ক্যারিয়ারের একক কাজে করতে কিছুদিন সময় নিচ্ছেন তারা।
গ্রুপটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বার্ষিক ফেস্তা ডিনারে ব্যান্ডটির এক সদস্য আরএম ওরফে কিম নাম-জুন জানান, ব্যান্ডের জন্য সারাক্ষণ যে রেকর্ডিং আর পারফর্ম করতে হয়, এ থেকে বেরিয়ে কিছুদিন ব্যক্তিগত কাজে করতে চাইছেন তিনি।
"কে-পপ আর এই পুরো আইডল সিস্টেমের সমস্যা হলো, আপনি পরিণত হয়ে ওঠার সময় পাবেন না। সবসময়-ই আপনাকে গান বানাতে হবে, কিছু না কিছু করতে হবে।"