নতুন সম্পর্কে জড়িয়েছেন? সঙ্গীকে যেসব কথা বলা ঠিক নয়

সমকাল প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৭:৪৪

প্রতিটি সম্পর্কেই সততা ও স্বচ্ছতা জরুরি। যুগলরা প্রায়ই নিজেদের ভাবনাচিন্তা, মতামত, সমস্যার বিষয় একে অপরের সঙ্গে ভাগ করে নেন। তবে এমন অনেক বিষয় আছে যা সঙ্গীর সঙ্গে শেয়ার করা ঠিক নয়। কারণ যে কথা শুনলে সঙ্গী রাগ হতে পারে, তা না বলাই ভালো। যেমন-


১. নিজের সঙ্গীকে খুব ভালবাসেন বলে এই নয় যে তার পরিবারের প্রতিও আপনার একই অনুভূতি থাকবে। আপনার তাদের পছন্দ না-ই হতে পারে। তবে সে কথা ভুলেও সঙ্গীর সামনে বলবেন না।


২. নতুন সম্পর্কে জড়ালেও অনেক সময় প্রাক্তনকে ভোলা সম্ভব হয়ে ওঠে না। সে কারণে মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে তা প্রোফাইলে চোখ বুলান। নিজের এই অনুভূতি নিজের মধ্যেই রাখুন, সঙ্গীকে জানাবেন না।


৩. বন্ধুদের কোনো গোপন কথা সঙ্গীর সঙ্গে শেয়ার করা ঠিক নয়।


৪. আপনার জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনে হয়তো সঙ্গী কোনো উপহার দিয়েছে কিন্তু আপনার মোটেও পছন্দ হয়নি। এমন হলেও ভুলে তাকে সেকথা বলবেন না। এতে তার মন খারাপ হবে, কষ্ট পাবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us