ঝুঁকিপূর্ণ আরও ১০ লঞ্চ চালুর অনুমতি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৪ জুন ২০২২, ১৬:৫২

নারায়ণগঞ্জে দুটি রুটে ঝুঁকিপূর্ণ আখ্যা দেওয়া আরও ১০টি ছোট লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সম্প্রতি অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য।


তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘লঞ্চ মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি রুটে আরও ১০টি লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-মতলব রুটে ৯টি ও নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে একটি লঞ্চ চলাচলের অনুমতি পেয়েছে। এক বছরের মধ্যে এই লঞ্চগুলোকে হাইডেক লঞ্চে পরিবর্তন করার শর্ত দেওয়া হয়েছে। লঞ্চগুলোর দৈর্ঘ্য ৬৫ ফুট থেকে ৬৯ ফুটের মধ্যে।’


রুট পারমিট দেওয়ার বিষয়ে বাবু লাল বৈদ্য বলেন, ‘এসব লঞ্চ মালিকের মধ্যে যারা আবেদন করেছেন, তাদের রুট পারমিট দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুন) থেকে অনুমতিপত্র ইস্যুসহ রুট পারমিট দেওয়া শুরু হয়েছে। রবিবার (১২ জুন) বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এই অনুমতি দেয়। এর আগে দুই দফায় ২২টি সানকেন ডেক লঞ্চের অনুমতি দেওয়া হয়। এছাড়া আরেকটি হাইডেকের লঞ্চ আগে থেকেই চলাচলের অনুমতি ছিল। সবমিলে ৩৩টি লঞ্চ নারায়ণগঞ্জে চলাচল করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us