নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা ক্রমবর্ধমান। বিশেষ করে নগরে বা শহরে এটি ভয়ানক আকার নিয়েছে। কেবল চলতি বছরের চার মাসেই ঢাকা মহানগরে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ৬৯৩টি মামলা হয়েছে। তবে নিগ্রহের ধরনে বদল আসায় বেশিরভাগ ঘটনা প্রকাশ্যেও আসছে না।
বিশেষজ্ঞরা বলছেন, বদলে যাওয়া নাগরিক যাপনে সামাজিক অধঃপতনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফলে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিতভাবে কঠোর প্রতিরোধ গড়ে তোলা না গেলে সহজেই ভয়ংকর এই নিগ্রহের প্রতিকার মিলবে না।
পুলিশের তথ্য অনুযায়ী, গেল বছর ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ২২১৮টি। এর মধ্যে ধর্ষণ মামলা ৫৪৬টি। শিশু নির্যাতনের মামলা ৪২০টি।
পুলিশ সদর দপ্তরে নারী ও শিশু নির্যাতন বিষয়ে কাজ করা উর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, রাজধানীসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে-পরকীয়া আর যৌতুক। বিশেষ করে মা-বাবার মধ্যে ঝামেলার কারণে নেতিবাচক প্রভাব পড়ছে শিশুদের ওপর। ক্ষেত্রবিশেষে তারাই বেশি নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে।