বর্তমানে ভারতে স্থূলতার শিকার প্রায় ৬৫ শতাংশ মানুষ। গোটা বিশ্বে স্থূলতাই মৃত্যুর অন্যতম কারণ হিসাবে চিহ্নিত। শরীরে অতিরিক্ত মেদ বা চর্বিজাতীয় পদার্থ জমা হলে এই অবস্থার সৃষ্টি হয়। এর ফলে শরীরে ক্ষতিকারক প্রভাব পড়ে। ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, হৃদ্রোগ সব রোগের মূলেই কিন্তু এই একটাই কারণ। একটি বয়সের পর মহিলা ও পুরুষ উভয়েরই নিজের শরীরের প্রতি বাড়তি নজর রাখা উচিত। মহিলারা নিজেদের প্রতি একটু যত্ন নিলেও পুরুষেরা অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যকে অবহেলা করেন। আগে থেকেই সতর্ক থাকলে অনেক বিপদ এড়ানো সম্ভব। তাই শরীরে বড় কোনও রোগ থাবা বসানোর আগে এখনই সতর্ক হোন।
১) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা: আপনার শরীরে যদি কোনও রোগ না-ও থাকে, তা হলেও বছরে এক বার অন্তত স্বাস্থ্য পরীক্ষা করাতেই হবে। আগে থেকে কোনও রোগ ধরা পড়লে তাকে গোড়াতেই নির্মূল করা সহজ।
২) চিকিৎসকের পরামর্শ: দিনের পর দিন পেটের উপরের দিকে হালকা ব্যথা অনুভব করছেন? গ্যাসের ব্যথা ভেবে অ্যান্টাসিড খাচ্ছেন? এই ব্যথা কিন্তু হৃদ্রোগেরও ইঙ্গিত হতে পারে। তাই নিজে ডাক্তারি না করে শরীরে কোনও অস্বাভাবিক লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন।