রুশ বাহিনীর গোলার আঘাতে ইউক্রেনের সেভেরোদনেৎস্ক শহরের একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। সেখানে প্রচণ্ড যুদ্ধ চলছে। কারখানার ভেতরে আটকা পড়েছেন অন্তত ৮০০ বেসামরিক মানুষ। লুহানস্কের আঞ্চলিক প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
আঞ্চলিক প্রধান সেরহি হাইদাই ইউক্রেনের টেলিভিশনকে বলেছেন, ‘রুশ বাহিনী আজোত রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে। সেখানে রেডিয়েটর থেকে কয়েক টন তেল লিক হওয়ার পরে স্থানীয় সময় শনিবারে আগুনের সূত্রপাত হয়।’