You have reached your daily news limit

Please log in to continue


দক্ষিণে রাত আটটায় বন্ধ, উত্তরে কী?

শহরকে বিশ্রাম দিতে আগামী ১ জুলাই থেকে রাত ৮টার পর জরুরি সেবা ছাড়া সব বন্ধ রাখার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। কোন পদ্ধতিতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে তা এখনও সুনির্দিষ্ট নয়। সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আগামী কয়েকদিন আলাপের ভিত্তিতে সেসব নির্ধারণ হবে বলে জানায় কর্তৃপক্ষ।

এদিকে উত্তর সিটি করপোরেশন এখনও এমন কোনও পরিকল্পনার কথা ভাবছে না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। নগর পরিকল্পনাবিদরা বলছেন, দক্ষিণের মানুষ উত্তরে কাজ করে, উত্তরের মানুষ দক্ষিণে কাজ করে এমন উদাহরণ প্রচুর। সেক্ষেত্রে, ঢাকার একাংশ বন্ধ আরেক অংশ খোলা থাকলে কী দাঁড়াবে বিষয়টি সেটা নিয়েও ভাবতে হবে।

বাস্তবায়নের পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, এখনও প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। ১ জুলাইয়ের আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করে বিষয়গুলো নির্ধারণ করা হবে। জরুরি সেবা বলতে যা বোঝানো হয় সেগুলো আটটার পরও খোলা থাকবে। কিন্তু অফিস-আদালত ব্যবসা প্রতিষ্ঠানের বড় অংশ বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন