বন্ধুদের সঙ্গে বাজি ধরে নদীতে ডুব, ১৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

প্রথম আলো প্রকাশিত: ১১ জুন ২০২২, ১২:৩৭

বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের নদে গোসল করতে গিয়ে বাজি ধরে শাকিব হাওলাদার (১২)। সেখানকার সবার বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। নদীর তলদেশ থেকে মাটি তুলে আনতে পারলে শাকিব বন্ধুদের কাছ থেকে ১০ টাকা পাবে। তবে পানিতে ডুব দেওয়ার পরই নিখোঁজ হয় শাকিব। গতকাল শুক্রবার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের কিসমত রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পর আজ শনিবার সকাল সাতটার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করেন এলাকার লোকজন।


শাকিব মাধবখালী ইউনিয়নের কিসমত রামপুর গ্রামের মো. হানিফ হাওলাদারের ছেলে। আজ বেলা ১১টার দিকে জানাজা শেষে শাকিবের লাশ দাফনের কথা রয়েছে।


গতকাল রাতে শাকিবের বাবা হানিফ হাওলাদার প্রথম আলোকে বলেন, গতকাল বেলা দুইটার দিকে একই এলাকার নাঈম, রাব্বি, ইমনসহ কয়েকজন বন্ধু নিয়ে শাকিব স্থানীয় শ্রীমন্ত নদে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে শাকিব নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়। শাকিবের সঙ্গে থাকা অন্য বন্ধুরা প্রথমে ভয়ে কাউকে কিছু না বলে যার যার বাড়িতে চলে যায়। তবে সন্ধ্যা পর্যন্ত শাকিব বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us