You have reached your daily news limit

Please log in to continue


এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পাকিস্তানের

বাবর আজম তার আগুনে ফর্মেই আছেন, সম্ভাবনা সৃষ্টি করেছিলেন টানা চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিরও। তার সঙ্গে ইমাম উল হকও আছেন ছন্দে। দু’জন মিলে পাকিস্তানকে আশা দেখাচ্ছিলেন বড় সংগ্রহের। তবে মাঝে বিদায় নিলেন দু’জনে, এরপর পাক ইনিংসে নামল ছোট্ট একটা ধস। শেষের ব্যাটসম্যানদের দৃঢ়তায় মাঝারি মাপের সংগ্রহ এলো বটে, কিন্তু গড়পড়তা রানের চেয়ে তা ছিল একটু কমই। 

তবে সে লক্ষ্যও ওয়েস্ট ইন্ডিজের জন্য বিশাল বানিয়ে দিলেন পাক বোলাররা। আরেকটু স্পষ্ট করে বললে মোহাম্মদ নওয়াজ আর মোহাম্মদ ওয়াসিমের দারুণ বোলিং কাজটা সহজ করে দেয় পাকিস্তানের। তাতেই উইন্ডিজকে ১২০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতে পাকিস্তান। 

ফখর জামান ফিরে যাচ্ছেন দ্রুত, এরপর বাবর আর ইমাম মিলে জুটি গড়ছেন বড়… এ তো শেষ কিছু দিনে পাকিস্তানের জন্য নিয়মিত দৃশ্যই। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সেই দৃশ্যের দেখা মিলল গতকালও। ২৫ রানে ফখরকে হারানোর পর দ্বিতীয় উইকেটে দু’জন মিলে গড়লেন ১২০ রানের জুটি। ইমাম আর বাবর পেলেন টানা ষষ্ঠ ওয়ানডে ইনিংসে ফিফটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন