১৯৮৫ সালের আজকের এই বলি অভিনেত্রীর জন্ম। ইনস্টাগ্রামে তাঁর একাধিক ছবি পোস্ট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর বাবা লেখেন, ‘এই বছর জন্মদিনে তোমার সঙ্গে থাকতে পারলাম না। কিন্তু সান্ত্বনা একটাই। এরপর যখন তোমার সঙ্গে দেখা হবে, তখন আমার নাতি বা নাতনি তোমার কোলে থাকবে।
অভিভাকত্ব অদ্ভুত এক অনুভূতি। তোমার সন্তান যখন নিজের একটা পৃথিবী গড়বে, তুমি খুশি হবে। আবার সে যখন তোমার কাছে থাকবে না, কষ্ট পাবে। খুব শিগগির আমার কথাগুলোর অর্থ বুঝবে তুমি।’ ৯ জুন জন্ম নেওয়া কে এই অভিনেত্রী, দেখে আসি।