অ্যাম্বুলেন্সে ছয় লাখ টাকার ফেনসিডিল

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ জুন ২০২২, ১৭:৩৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স থেকে আনুমানিক ছয় লাখ টাকা মূল্যের ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় অ্যাম্বুলেন্সে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না। শুক্রবার দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাররা হলেন- মো.মহিউদ্দিন হোসেন (৩৩), মো.কামরুল হাসান (২৫) ও মো.কামাল হোসেন (৩২)। র‌্যাবের বলছে, তারা দীর্ঘদিন যাবত কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম এবং অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। নূরুল আবছার জানান, রাতে চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্সের ভেতর রোগী রাখার সিটে বিশেষ কায়দায় রাখা ৫৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us