টেসলার মালিক ও মার্কিন ধনকুবের ইলোন মাস্কের অধিগ্রহণ পরিকল্পনাকে এগিয়ে নিতে প্রতিদিনের লাখ লাখ টুইটের প্রাথমিক তথ্য সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছে টুইটার। প্রকাশিত একাধিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর অ্যাসোসিয়েট প্রেস।
গত ২৫ এপ্রিল ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার কিনে নেয়ার জন্য মাস্কের অফারে সম্মতি দেয় প্লাটফর্মটি। চুক্তিটির সঙ্গে যেসব আইনজীবী যুক্ত, তারা তথ্য সরবরাহের বিষয়ে সম্মতি প্রকাশ করেননি। এ বিষয়ে মাস্কের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে চুক্তির বিষয়ে এর আগে মাস্ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন। প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি অস্বীকার করেছে টুইটার। পাশাপাশি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা মাস্কের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার মাধ্যমে তথ্য সরবরাহ করছে।
এপ্রিলে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার অধিগ্রহণের জন্য বৈধ ও আইনসম্মত চুক্তির অফার করেছিলেন ইলোন। তবে প্লাটফর্মে থাকা ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে পরিষ্কার তথ্য সরবরাহ না করলে এ চুক্তি এগোবে না বলেও জানান তিনি। যুক্তি দিয়ে তিনি বলেন, টুইটার দীর্ঘদিন থেকে ভুল তথ্য ও বিদ্বেষমূলক কনটেন্ট ছড়ানো স্বয়ংক্রিয় স্প্যাম বট অ্যাকাউন্টের সংখ্যা এড়িয়ে গেছে।