মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইশান কিশান আইপিএলে ছিলেন যারপরনাই ব্যর্থ। অনেকেই মনে করেন, এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে বাজে ফর্মের কারণ হচ্ছে ইশান কিশানের অফ ফর্ম।
কিন্তু সেই ইশান কিশানই কি না জাতীয় দলের জার্সিতে পুরোপুরি বদলে গেলো! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ব্যাটেই জ্বলে উঠলেন ইশান কিশান। তার ব্যাটে ৭৬ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে প্রোটিয়াদের বিপক্ষে ২১২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক ভারত।