You have reached your daily news limit

Please log in to continue


প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল ও কম খরচের শহর

টানা দ্বিতীয় বছরের মতো প্রবাসীদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে হংকং। আর সবচেয়ে কম খরচের শহর তুরস্কের আঙ্কারা। চলতি বছরের মার্চে করা গবেষণার ভিত্তিতে এ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংগঠন ইসিএ ইন্টারন্যাশনাল। খবর এনডিটিভির

ইসিএ বলছে, গত বছরজুড়ে জিনিসপত্রের চড়া দাম আর শক্তিশালী মুদ্রার কারণে তালিকার শীর্ষে রয়েছে এশিয়ার শহরটি। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সুইজারল্যান্ডের জেনেভা। যুক্তরাজ্যের লন্ডন চতুর্থ আর জাপানের টোকিও শহর রয়েছে পঞ্চম স্থানে।

বাড়িভাড়ার খরচের উল্লম্ফনের কারণে লন্ডন ও নিউইয়র্ক আগের বছরের মতো শীর্ষ পাঁচেই রয়েছে। লন্ডনে ২০ শতাংশ আর নিউইয়র্কে ১২ শতাংশ বাড়িভাড়া বেড়েছে।
বাড়িভাড়া, পেট্রল ও নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়লেও সিঙ্গাপুর রয়েছে ১৩তম অবস্থানেই। ইসিএ জানায়, জরিপের শেষ দিকে আঞ্চলিক অন্যান্য মুদ্রার বিপরীতে সিঙ্গাপুরের ডলার দুর্বল হওয়ায় ওই বিষয়গুলো দেশটির অবস্থান পরিবর্তনে কোনো প্রভাব ফেলেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন