টানা দ্বিতীয় বছরের মতো প্রবাসীদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে হংকং। আর সবচেয়ে কম খরচের শহর তুরস্কের আঙ্কারা। চলতি বছরের মার্চে করা গবেষণার ভিত্তিতে এ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংগঠন ইসিএ ইন্টারন্যাশনাল। খবর এনডিটিভির
ইসিএ বলছে, গত বছরজুড়ে জিনিসপত্রের চড়া দাম আর শক্তিশালী মুদ্রার কারণে তালিকার শীর্ষে রয়েছে এশিয়ার শহরটি। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সুইজারল্যান্ডের জেনেভা। যুক্তরাজ্যের লন্ডন চতুর্থ আর জাপানের টোকিও শহর রয়েছে পঞ্চম স্থানে।
বাড়িভাড়ার খরচের উল্লম্ফনের কারণে লন্ডন ও নিউইয়র্ক আগের বছরের মতো শীর্ষ পাঁচেই রয়েছে। লন্ডনে ২০ শতাংশ আর নিউইয়র্কে ১২ শতাংশ বাড়িভাড়া বেড়েছে।
বাড়িভাড়া, পেট্রল ও নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়লেও সিঙ্গাপুর রয়েছে ১৩তম অবস্থানেই। ইসিএ জানায়, জরিপের শেষ দিকে আঞ্চলিক অন্যান্য মুদ্রার বিপরীতে সিঙ্গাপুরের ডলার দুর্বল হওয়ায় ওই বিষয়গুলো দেশটির অবস্থান পরিবর্তনে কোনো প্রভাব ফেলেনি।