বিশ্বকাপ আসার দিনে বাহরাইনের কাছে হারল বাংলাদেশ

আজকের পত্রিকা প্রকাশিত: ০৮ জুন ২০২২, ২০:১৫

আট বছর পর বাংলাদেশে এসেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। সেই ট্রফি নিয়ে হইচইয়ের মাঝে খানিকটা আলো হারিয়েছিল এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ-বাহরাইন ম্যাচ। রক্ষণাত্মক খেলে হারের পর আড়ালেই চলে গেলেন জামাল ভূঁইয়ারা।



এশিয়ান কাপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপের চার দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ের বিচারে বাহরাইনই মূল পর্বে খেলার সবচেয়ে বড় দাবিদার। ৯৯ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণে সাফল্যের আশা ছেড়ে রক্ষণকেই ভরসা মেনে ছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। সেই রক্ষণের ছিদ্র খুঁজে বের করে ম্যাচ জিতেছে বাহরাইন।  ডি-বক্সের সামনে ১০ ফুটবলারকে রেখেও বাংলাদেশ ম্যাচ হেরেছে ২-০ গোলে। 



রক্ষণাত্মক ফুটবলে ইন্দোনেশিয়াকে তাদের মাটিতেই রুখে দিয়েছিল বাংলাদেশ। সেই একাদশটাকেই আজ মাঠে নামিয়েছিলেন বাংলাদেশ কোচ। বাহরাইনের বিপক্ষে গোলের আশা নেই দেখে ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলকেও শুরুর দলেও রাখলেন না কাবরেরা। ফরোয়ার্ডদের ডিফেন্ডার সাজিয়ে ৩৩ মিনিট পর্যন্ত বাহরাইনকে আটকে রেখেছিল বাংলাদেশ। এরপর প্রবল আক্রমণেই শেষ পর্যন্ত হার মানলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us