এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। ক'দিন আগেও যে তালিকায় এক ও দুইয়ে ছিলেন যথাক্রমে ভিনিসিয়ুস জুনিয়র ও আরলিং হাল্যান্ড। কিন্তু তাদের দু'জনকে হারিয়ে একে জায়গা করে নিলেন এমবাপ্পে। সুইজারল্যান্ডের গবেষণা গ্রুপ 'সিআইইএস' এমনটাই জানিয়েছে।
দল বদলের বাজারে হইচই ফেলে শেষ পর্যন্ত পিএসজিতে মোটা অঙ্কের বেতনে থেকে গেলেন কিলিয়ান। তবু কমেনি তার ট্রান্সফার ভ্যালু। বর্তমান বিশ্বে তিনিই সবচেয়ে চড়া মূল্য পাওয়া ফুটবলার, যার ট্রান্সফার ভ্যালু ২০৫.৬ মিলিয়ন ইউরো। তালিকায় দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়ুসের মূল্য ১৮৫.২ মিলিয়ন ইউরো। আর তিনে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়া আরলিং হাল্যান্ড, যার মার্কেট ভ্যালু ১৫২.৬ মিলিয়ন ইউরো।