মারিওপোল শহরে আত্মসমর্পণকারী ইউক্রেনীয় যোদ্ধাদের তদন্তের জন্য রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
তাসের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, এক হাজারেরও বেশি সেনাসদস্যকে রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। ইউক্রেনের আরো বন্দিদের রাশিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। তবে ইউক্রেন জানিয়েছে, তারা সব বন্দিদের ফেরত নিয়ে আসার ব্যাপপারে কাজ করছে। অন্যদিকে রাশিয়ার কিছু আইনপ্রণেতা বন্দিদের বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন।