সম্প্রতি ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন বিতর্কে মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। সেটা তার সহযোগী এবং বিজেপির দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন কুমার জিন্দাল টুইটারে শেয়ার করেন। এরপর ভারত থেকে উত্তেজনা শুরু হয়ে শেষ পর্যন্ত তা পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর এ দুই ব্যক্তিকে দল থেকে বহিষ্কারও করে বিজেপি। কিন্তু এতে ক্ষান্ত হয়নি আরব বিশ্ব। কাতার সরকার ইতোমধ্যেই ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বিবৃতি দিয়েছে। কাতারের সঙ্গে সুর মিলিয়ে ভারতের কড়া সমালোচনা করেছে সৌদি আরবও। এ নিয়ে এখন মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েন প্রকট হচ্ছে।
উপসাগরীয় দেশ কাতার, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত, ওমান, বাহরাইনের পাশাপাশি ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, জর্ডান, লিবিয়াও ভারতের ক্ষমতাসীন দলের নেতাদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।