পুরোনো স্মার্ট যন্ত্র হতে পারে বিপদের কারণ

প্রথম আলো প্রকাশিত: ০৬ জুন ২০২২, ২০:০০

আমাজন ও গুগলের মতো প্রতিষ্ঠানের তৈরি স্মার্ট যন্ত্র হ্যাক করা সম্ভব। এগুলো ব্যবহার করে ওয়েবসাইটে হামলা চালানোর পাশাপাশি তথ্য চুরি এবং ব্যবহারকারীদের ওপর নজরদারিও করা যায়। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক গ্রাহক পণ্য ও সেবা পর্যবেক্ষক সংস্থা ‘হুইচ?’ আটটি স্মার্ট যন্ত্রে দুর্বল নিরাপত্তাব্যবস্থা শনাক্ত করেছে। এসব পণ্যের মেয়াদ শেষ হলে গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রোগ্রাম হালনাগাদ করা হয় না। ফলে এগুলো সহজেই হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।


ঘরে ব্যবহৃত স্মার্টযন্ত্রের নিরাপত্তাব্যবস্থা পরীক্ষার জন্য বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের আটটি স্মার্ট যন্ত্র কিনে হ্যাকারদের আক্রমণ করতে বলে হুইচ?। অল্প সময়ের মধ্যেই ৩৭ ত্রুটি শনাক্ত করেন হ্যাকাররা, যার মধ্যে ১২টি ত্রুটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে।


হুইচের পরীক্ষা করা ৮ স্মার্ট ডিভাইস হচ্ছে আমাজন ইকো স্মার্ট স্পিকার (প্রথম প্রজন্ম), গুগল নেস্ট হ্যালো ভিডিও ডোরবেল, স্যামসাং গ্যালাক্সি এস ৮ অ্যান্ড্রয়েড ফোন, ভার্জিন মিডিয়া সুপার হাব ২, লিভ ক্যাম বেবি মনিটর, ফিলিপস টিভি, এইচপি ডেস্কজেট ইঙ্কজেট প্রিন্টার, ওয়েমো স্মার্ট প্ল্যাগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us