নিষ্পলক চোখে বাবার প্রতীক্ষায় আদরের সন্তানগুলো। পথ চেয়ে বিলাপে কাতরাচ্ছে স্ত্রী মর্জিনা ও স্বজনরা। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। চট্টগ্রামের সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহত ফেনীর ফায়ার ফাইটার সালাউদ্দিন কাদের সবুজ ও বিএম কন্টেইনার ডিপোর শিফট ইনচার্জ শাহাদাতের বাড়িতে চলছে শোকের মাতম।
সবুজের বাড়িতে গিয়ে দেখা যায় পরিবারের কর্মক্ষম ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা-মা। নিহত সবুজ ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিম পুর গ্রামের মাস্টার মো. ইউসুফের ছোট ছেলে। তার এক মেয়ে ও ছেলে সন্তান রয়েছে। পরিবার ও স্বজনরা জানায়, সবশেষ ঈদের ছুটিতে বাড়ি আসেন। শনিবার রাত ৯টায় স্ত্রী মর্জিনা আক্তারের সঙ্গে কথা হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার বিগ্রেডের ইউনিটের সঙ্গে ডিপোতে উদ্ধারের কাজে যোগ দেন। বিস্ফোরণের পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন। রবিবার দুপুরে স্বজনরা জানতে পারেন চট্টগ্রাম মেডিকেলে তার মরদেহ রয়েছে।