গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পর তার অনুসারী ১১৯ নেতাকর্মীকে শোকজ করা হয়েছে। ১ জুন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্যাহ মণ্ডল স্বাক্ষরিত শোকজ নোটিশে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। শোকজ প্রাপ্ত নেতাদের মধ্যে ১৯ জন গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটিতে বিভিন্ন পদে রয়েছেন। বাকিরা নগরীর বিভিন্ন ওয়ার্ডের কমিটিতে থাকা নেতাকর্মী।
এদের মধ্যে- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সহ-সভাপতি ও গাজীপুর আদালতের জিপি আমজাদ হোসেন বাবুল, যুগ্ম-সম্পাদক ও গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদ আলম, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সিটি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন মিয়া, সহ-দপ্তর সম্পাদক মাজহারুল আলম, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান তরুণ, কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, সদস্য রজব আলী ও হাজী আব্দুর রশিদ প্রমুখ।